Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন:

প্রাকৃতিক, পরিবেশগত মনুষ্যসৃষ্ট সকল প্রকার  দুর্যোগের ক্ষতিকর প্রভাব সহনীয় গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে এনে জনগণের, বিশেষ করে দরিদ্র দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর দুর্যোগ ঝুঁকিহ্রাস করা, জরুরি সাড়াদান পুনর্গঠন কার্যক্রমকে অধিকতর কার্যকর করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করা।

মিশন:

   * ত্রাণ দুর্যোগ ঝুঁকিহ্রাসকরণ কর্মসূচি মনিটরিং সংক্রান্ত কার্যক্রম।

* VGF সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের ডাটাবেজ সংরক্ষণ, ব্যবস্থাপনা MIS সংক্রান্ত কার্যাবলী।

* দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং জরুরি সাড়া প্রদান ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত সব ধরণের কার্যক্রমের সমন্বয়সাধন।

* বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, এনজিও, সর্বস্তরের স্থানীয় সরকার, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, সকল স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে দুর্যোগ ঝুঁকিহ্রাসে মূল ধারায় যুক্তকরণ সমন্বয় করে ত্রাণ পুনর্বাসন কার্যক্রম গ্রহণ।

* জরুরি ত্রাণ পুনর্বাসন কর্মসূচির প্রকল্প প্রণয়ন, সম্মতি প্রদান, প্রশাসন, সমন্বয় এবং তত্ত্বাবধান সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।

* সামাজিক নিরাপত্তা কর্মসূচি যথা- টিআর, ভিজিএফ, ভিজিডি, কাবিখা, স্কুল ফিডিং কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, ঝুঁকিহ্রাস কর্মসূচি, রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ কর্মসূচি অনুমোদন এবং মনিটরিং সংক্রান্ত কার্যাবলী।

* দুর্যোগ ঝুঁকিহ্রাসকরণের ছোট ছোট সেতু/কালভার্ট, বহমুখী দুর্যোগ আশ্রয়ণকেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয়কন্দ্র, বন্যা আশ্রয়কেন্দ্র বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ।

* কার্যালয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প/কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ণ।

*  দুর্যোগকালে দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরুপন ডিফরমে বিস্তারিত প্রতিবেদন প্রেরণ।

* দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলীর আলোকে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসমূহ হালনাগাদকরণ।

* ভূমিকম্প, স্থাপনা ভেঙ্গে পড়া, সুনামী, অগ্নিকান্ড এবং যে সকল দুর্যোগে বহু মানুষের প্রাণহানি ঘটে সেক্ষেত্রে প্রতিকারমূলক এবং প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ।

* মোহাজের পুনর্বাসনের জন্য মন্ত্রণালয়/অধিদপ্তর কর্তৃক অধিগ্রহণকৃত/ক্রয়কৃত জমির তথ্য সংরক্ষণ বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন;